শ্রুতিলেখক জটিলতা সমাধান হওয়ায় এসএসসি পরীক্ষার দ্বিতীয়দিন পরীক্ষা দিতে পেরেছে চট্টগ্রামের হামজারবাগ এলাকার রহমানীয়া উচ্চ বিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী সাত শিক্ষার্থী। পরীক্ষার প্রথমদিন গত বৃহস্পতিবার শ্রুতিলেখক জটিলতায় সাদা খাতা জমা দেয় এ সাত শিক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, এসএসসি পরীক্ষার প্রথম দিন এই সাত শিক্ষার্থী শর্ত মেনে শ্রুতিলেখক নিয়ে আসতে না পারায় তাদের অনুমোদন দেওয়া হয়নি। সেই সমস্যার সমাধান হয়েছে, তারা নতুন শ্রুতিলেখক নিয়ে এসেছে এবং অনুমোদন দেওয়া হয়েছে। শ্রুতিলেখক হিসেবে মঙ্গলবার (গতকাল) যারা এসেছে, তারা সবাই অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
সাত শিক্ষার্থী হলেন হাবিবুল হক রাতুল, মিনহাজ উদ্দিন, মারুফুর রহমান, রূপসা খানম, অপু দত্ত, লাকী আক্তার ও খায়রুল ইসলাম। তাদের পরীক্ষার কেন্দ্র ওয়াসা মোড় এলাকার বাংলাদেশ মহিলা সমিতি বালিকা (বাওয়া) উচ্চ বিদ্যালয়। হাবিবুল হক রাতুলের অভিভাবক এনামুল হক বলেন, বোর্ড কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে। মঙ্গলবার (গতকাল) ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় নতুন শ্রুতিলেখক নিয়ে অংশ নিয়েছে রাতুল।