রাজনৈতিক মতভেদ না কাটলেও দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে ইভিএমের ব্যবহার, সিসি ক্যামেরা স্থাপনের বিষয় বিবেচনায় রেখে সীমানা নির্ধারণ, ফলাফল সংগ্রহে প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ ও দক্ষ জনবল তৈরি, আইন সংস্কার, নতুন দল নিবন্ধন, চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়নসহ সব কাজের প্রস্তুতিমূলক সময়সূচি থাকছে এ কর্মপরিকল্পনায়। সেই সঙ্গে সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরুর পর তফসিল ঘোষণা ও তফসিল ঘোষণা পরবর্তী কাজগুলোর তালিকাও তুলে ধরা হবে। বিষয়ভিত্তিক কর্মপরিকল্পনার বাস্তবায়নসূচি শিগগিরই গণমাধ্যমে তুলে ধরা হবে বলে গতকাল রোববার জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। খবর বিডিনিউজের। আগামী বছরের শেষ অথবা পরবর্তী বছরের শুরুতে দ্বাদশ সংসদ নির্বাচন হবে। তবে সেই নির্বাচনে বিএনপি ও তাদের মিত্র দলগুলোসহ আরও কয়েকটি দলের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।
বিএনপি নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। সেই সঙ্গে রোববার এক সমাবেশে বক্তৃতায় নির্বাচন কমিশন পরিবর্তনের দাবিও তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।