দোহাজারী রুট ৮ দিন পর সচল ডেমু ট্রেন

আজাদী প্রতিবেদন | বুধবার , ২১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-দোহাজারী রুটে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ডেমু ট্রেনটি ৮ দিন পর সচল হয়েছে। এতে ভোগান্তিতে পড়া যাত্রীদের মাঝে ফিরে এসেছে স্বস্তি। গত সোমবার বিকেল থেকে এই রুটে ডেমু ট্রেনটি চলাচল করছে বলে জানিয়েছেন গোমদন্ডী রেলওয়ে স্টেশন মাস্টার অনুপম দে। তিনি বলেন, ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম-দোহাজারী রুটে চলাচলরত ডেমু ট্রেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। ত্রুটি সারানোর পর ট্রেনটি চলাচল শুরু করেছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, দক্ষিণ চট্টগ্রামের এই রুটে ডেমু ট্রেনটি প্রতিদিন সকাল-সন্ধ্যা চারবার যাত্রী নিয়ে আসা যাওয়া করে। এর আগে ২০২১ সালের ৫ এপ্রিল থেকে এই রুটে চলাচলরত ২ জোড়া যাত্রীবাহী লোকাল ট্রেন ইঞ্জিন সংকটের কারণে বন্ধ হয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধএম এ মান্নানের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় ম্যাক্সিমার পেছনে ট্রাকের ধাক্কা নারী আহত