চন্দনাইশে ‘অপারেশন ডেভিল হান্ট’ অপারেশনে দোহাজারী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল শুক্কুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দোহাজারী হাজারী পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে আবদুল শুক্কুরকে গ্রেপ্তার করা হয়। তাকে ওইদিনই আদালতে চালান দেওয়া হয়েছে।