দোহাজারী দিয়াকুল উচ্চ বিদ্যালয় ও কলেজে নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ মার্চ, ২০২৩ at ১০:৩৪ পূর্বাহ্ণ

সংসদ সদস্য আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা সহায়ক সকল পদক্ষেপ গ্রহণ করায় দেশ শিক্ষা ব্যবস্থায় অনেক দূর এগিয়ে গেছে। স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। মাল্টিমিডিয়া ক্লাস রুমে বসে আজকের শিক্ষার্থীরা ক্লাস করছেন। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে শিক্ষিতের হার ৭৫% এর বেশি।

শিক্ষাক্ষেত্রে সরকারের চলমান এই ধারা অব্যাহত থাকলে আগামী ১০ বছরের মধ্যে শতভাগ শিক্ষিতের দেশে উন্নীত হবে বাংলাদেশ। তিনি গত শুক্রবার সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি প্রতিষ্ঠিত চন্দনাইশের দোহাজারী দিয়াকুল সানোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মো. লোকমান হাকিম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা আ.লীগের সভাপতি মো. জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, নবাব আলী, আবদুল্লাহ আল নোমান বেগ, মনসুর আলী ফয়সাল, মীর কাশেম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরমজান উপলক্ষে সিএমপির নিরাপত্তা সমন্বয় সভা
পরবর্তী নিবন্ধবায়েজিদে ফ্ল্যাটে গাঁজা ও ইয়াবা বিক্রিকালে গ্রেপ্তার ১