দোহাজারী–কক্সবাজার ডুয়েল গেজ রেললাইন নির্মাণ কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করলেন রেল মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবির। তিনি গতকাল শনিবার সকালে নির্মাণাধীন রেললাইন, দোহাজারী রেলওয়ে স্টেশন এবং দোহাজারী শঙ্খ নদীর উপর নির্মিত রেল সেতু পরিদর্শনকালে বলেন, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার ডুয়েল গেজ রেললাইনটি ২টি লটে ভাগ করে নির্মাণ করা হচ্ছে। জমি অধিগ্রহণ, নদী শাসনসহ বিভিন্ন জটিলতার কারণে নির্দিষ্ট সময় থেকে নির্মাণ কাজ একটু পিছিয়ে রয়েছে এ অঞ্চলে। তারপরও ইতিমধ্যে এ লাইনের ৭০ ভাগ কাজ শেষ হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে দ্রুত সময়ের মধ্যে এই লাইনের কাজ শেষ করার। আর তাই নির্দিষ্ট সময় ২০২৩ সালের জুনের মধ্যে পুরোপুরি কাজ শেষ করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
কালুরঘাট সেতুর ব্যাপারে তিনি বলেন, কালুরঘাট এলাকায় নতুন রেল ব্রিজ নির্মাণের জন্য আলাদা প্রজেক্ট হাতে নেয়া হয়েছে। নতুন ব্রিজ নির্মাণ না হওয়া পর্যন্ত পুরাতন কালুরঘাট সেতু দিয়েই আপাতত রেল চলাচল করবে। এছাড়াও চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত পুরো লাইনে নতুন স্লিপার ও রেল বিট স্থাপন করা হবে।
পরিদর্শনের সময় সচিবের একান্ত সচিব মুহাম্মদ মাহাবুবুল আলমসহ বাংলাদেশ রেলওয়ে এবং ঠিকাদারী প্রতিষ্ঠান তমা গ্রুপের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।