চন্দনাইশের দোহাজারী পৌরসদরে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো মো. রুবেল (২৪) ও মো. মানিক হোসেন (২৮)। এসময় ইয়াবা বহন কাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাসও জব্দ করা হয়।
আজ মঙ্গলবার (৯ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়।
দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল হালিম বলেন, “ইয়াবা পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে দোহাজারী পৌরসদরস্থ হাজারী টাওয়ারের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবস্থান নিই এবং অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে অভিযান চালানো হয়। এসময় চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসে (নং-ঢাকা মেট্রো-চ-১৯-১৮৫৯) তল্লাশি চালিয়ে পাচারের জন্য বিশেষ ব্যবস্থায় রাখা ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।”
তিনি বলেন, “এসময় ইয়াবা কারবারি চাঁদপুর জেলার কচুয়া থানার ১০নং গোহট উত্তর ইউনিয়নের তালতলী এলাকার মো. ইউনুস মিয়ার পুত্র মো. রুবেল ও একই ইউনিয়নের মৃত শফিকুর রহমানের পুত্র মো. মানিক হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ২ মাদক কারবারিকে আজ আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে।