দোহাজারীর বৈতরণী বিটে অবৈধভাবে দখলকৃত ৫ একর জায়গা উদ্ধার করেছে বনবিভাগ। এ সময় ওই জায়গায় নির্মিত ২টি বসতঘর এবং একটি লেবু বাগান ধ্বংস করা হয়। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের দোহাজারী রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দীন এলাহী এ অভিযান পরিচালনা করেন।
বনবিভাগ জানায়, উদ্ধারকৃত জায়গায় স্বল্প মেয়াদী বাফারজোন বাগান করা হয়েছিল। কিন্তু গত ১০-১২ দিন আগে একটি চক্র জায়গাটি দখল করে। তারপর সেখানে বসতঘর ও লেবু বাগান তৈরি করা হয়। দোহাজারী রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দীন এলাহী বলেন, উদ্ধারকৃত জায়গায় নতুন করে বনজ ও ফলদ গাছের চারা রোপণ করা হবে। এছাড়াও বাফারজোন বাগান নষ্টকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। অভিযানে বিট কর্মকর্তা আবদুস সাত্তারসহ ধোপাছড়ি ও বৈতরণী বিটের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।












