দোহাজারীতে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ মে, ২০২১ at ৫:৪৫ পূর্বাহ্ণ

চন্দনাইশের দোহাজারী পৌর সদর এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ১ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম মো. দেলোয়ার হোসেন (৩২)। গত মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের গাওছড়িকুল এলাকার মৃত আশরাফ মিয়ার পুত্র।
দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ জানায়, পৌরসভার সিঙ্গার শো-রুমের সামনে অবস্থান নিয়েছিলেন তারা। এ সময় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস থেকে ইয়াবা উদ্ধার করা হয়। মাদক পরিবহনের দায়ে গাড়িটি জব্দ করেছে পুলিশ।
চন্দনাইশ থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল বুধবার আসামিকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপরিস্থিতি না বদলালে জুলাই থেকে অনলাইনে পরীক্ষা ঢাবিতে
পরবর্তী নিবন্ধচাম্বলে জেলেদের মাঝে চাল বিতরণ