দোহাজারীতে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ২৮ জুলাই, ২০২১ at ১১:৫০ পূর্বাহ্ণ

চন্দনাইশের দোহাজারী পৌরসভায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে আবাহনী ক্রীড়া চক্র কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন দোহাজারীসহ আশেপাশের মানুষের সুবিধার জন্য বিনামূল্যে করোনা টিকা নিবন্ধন সহায়তা বুথও উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের।
দোহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মশিউর রহমান রাশেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সেলিম হোসেন, অর্থ সম্পাদক এম. ফয়েজ আহমদ টিপু, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শওকত খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীন দাশ সুমন, জামাল মিয়া, অ্যাড. ইমরান উদ্দীন, নুরুল আলম আজাদ, জাহেদুল ইসলাম নেছার, মাহবুবুল আলম, ওমর আলী, কাজী মোস্তাফিজ, জাহাঙ্গীর আলম সোহেল, রফিক মিয়া, শাহজাহান, সুমন, এনাম, শওকত, আজম, জাহেদ, আবু তালেব, বদিউল আলম, ইরফান আহমদ শুভ, আবুল হাসান, সাগর, সাইমুন, কাশফি প্রমূখ।

পূর্ববর্তী নিবন্ধভারত থেকে আসছে আরও ২০০ মেট্রিক টন অক্সিজেন
পরবর্তী নিবন্ধচসিকের অভিযানে ২১ জনকে চার হাজার টাকা জরিমানা