দোহাজারীতে বিপুল পরিমাণ জাল সনদ উদ্ধার

কম্পিউটারের দোকানে ভ্রাম্যমাণ আদালত

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৪০ পূর্বাহ্ণ

চন্দনাইশের দোহাজারীতে ওসমান মোবাইল সিটি নামক এক কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল সনদ উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার উপজেলার দোহাজারী পৌরসভা সংলগ্ন দোহাজারী সিটি সেন্টারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। জানা যায়, দোহাজারী সিটি সেন্টারের ওসমান মোবাইল সিটি নামে একটি কম্পিউটার দোকানে পৌরসভার নকল জন্ম সনদ, মৃত্যু সনদ, জাতীয়তা সনদ, পৌরসভার বিভিন্ন ফরম, পৌরসভার সিল ও লগো এবং বিভিন্ন কিছু সংশোধন করার অভিযোগ পায় প্রশাসন। তারই প্রেক্ষিতে মঙ্গলবার সেখানে অভিযান চালানো হয়। এ সময় ওই দোকানের বিরুদ্ধে আনা সকল অভিযোগের সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ওসমান মোবাইল সিটি নামে ওই দোকানে ১৮টি নকল জন্ম সনদ, ৩টি মৃত্যু সনদ, ১৭টি জাতীয়তা সনদ, ৩২টি পৌরসভার বিভিন্ন ফরম এবং পৌরসভার বিভিন্ন সিল পাওয়া যায়। সকল ধরনের জাল সনদ তৈরি করে পৌরসভার নকল সিল ও লগো ব্যবহার করে বিক্রি করে আসছিল ওই দোকানের মালিক। এছাড়াও কয়েকটি জন্ম সনদ অনলাইনে চেক করে দেখা যায়। অন্য জেলার মানুষের ঠিকানাও দোহাজারী পৌরসভার হাছনদন্ডি দেখাচ্ছে। পৌরসভা কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এসব করা যায় না। তিনি আরও জানান, অভিযানের সময় ওই দোকানের মালিক মো. ওসমানকে আটক করা হয় এবং দোকানে ব্যবহৃত কম্পিউটার, হার্ডডিস্কসহ সবকিছু জব্দ করে দোকানটি সিলগালা করা হয়। আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের এবং আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানের সময় পাশাপাশি অন্যান্য কম্পিটার দোকানগুলো বন্ধ করে দেওয়ায় সেগুলোতে অভিযান চালানো সম্ভব হয়নি। আগামীতে অভিযান চালানো হবে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ২ লাখ ইয়াবাসহ সাত রোহিঙ্গা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআর্টিলারি মোড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সভা