চন্দনাইশের দোহাজারী পৌরসভায় পুকুরে ভাসমান অবস্থায় মো. রমজান আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল শনিবার দুপুরে পৌরসভার ৩নং ওয়ার্ড চাগাচর গ্রামের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় মোহাম্মদ সোহেল জানান, গত শুক্রবার সকালে রমজান আলী বাড়ি থেকে বের হন। পরবর্তীতে তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও পায়নি। শনিবার সকালে এলাকায় ভ্যানে করে মাছ বিক্রি করতে আসা জনৈক ব্যক্তি পুকুর থেকে পানি নিতে গেলে ভাসমান লাশটি দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে তার পরিবারের লোকজন এসে স্থানীয়দের সহায়তায় তার লাশ উদ্ধার করে। তার পারিবারিক সূত্রে জানা যায় রমজান আলী মৃগী রোগে আক্রান্ত ছিলেন।