চন্দনাইশের দোহাজারী পৌরসভার জামিজুরী হাফছড়িকুল এলাকায় পাহাড় কাটার ঘটনায় পরিবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল বাদী হয়ে গত ২৭ জানুয়ারি চন্দনাইশ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখ করা হয় এবং ৮–১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। অবৈধভাবে পাহাড়/টিলা কর্তন করে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করার অপরাধে মামলাটি দায়ের করা হয়।
জানা যায়, প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দোহাজারী পৌরসভার জামিজুরী হাফছড়িকুল বৈল্লাপুকুর পাড় নামক স্থানে একটি আস্ত পাহাড়ের সিংহভাগ কেটে সাবাড় করে ফেলে। পরিবেশ আইন অমান্য করে দেদারসে পাহাড় কাটার সংবাদ গত ২২ জানুয়ারি দৈনিক আজাদীসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ঘটনাস্থল পরিদর্শন করেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের একটি প্রতিনিধিদল।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল বলেন, বেআইনিভাবে পাহাড় কাটার নিয়ম নেই। জামিজুরীতে পাহাড় কাটার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে পেয়ে সমপ্রতি ঘটনাস্থল পরিদর্শনকালে পাহাড় কাটার সত্যতা পাওয়া গেছে।
ঘটনায় কাগজপত্র যাচাই করে পরিবেশ আইনে স্থানীয় ৪ জনের নাম উল্লেখ্য ও অজ্ঞাতনামা ৮–১০ জনকে আসামি করে চন্দনাইশ থানায় মামলাটি দায়ের করা হয়। তিনি বলেন, বেআইনিভাবে পাহাড় কাটলে জীববৈচিত্র ধ্বংসের পাশাপাশি হুমকির মুখে পড়ে পরিবেশ।











