দোহাজারীতে পানিবন্দি মানুষের মানববন্ধন

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ৮ জুন, ২০২১ at ৭:২১ পূর্বাহ্ণ

দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের জন্য স্তূপ করে রাখা মাটি ও বালুর কারণে পানি নিষ্কাশন হচ্ছে না। এর ফলে পানিবন্দি হয়ে পড়েছে দোহাজারী পৌরসভার ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডের হাজারও মানুষ।
প্রতিবাদ জানিয়ে গতকাল সোমবার পৌরসভার জামিজুরী এলাকায় রেললাইনে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। তাদের আশঙ্কা, দ্রুত পানি নিষ্কাষনের ব্যবস্থা করা না হলে বর্ষায় বসতঘর, খামার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
শিক্ষক রুপস চক্রবর্তীর সভাপতিত্বে ও ইরফান উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন যুবলীগ নেতা মো. লোকমান হাকিম, কৃষকলীগ নেতা নবাব আলী, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী, সাংবাদিক আবিদুর রহমান বাবুল, ব্যবসায়ী নেতা কাজী হাছান, আবছার উদ্দিন, আলাউদ্দিন, নুরুল ইসলাম, নাদের হোসেন, মো. ফারুক প্রমুখ।
বক্তারা বলেন, কঙবাজার পর্যন্ত রেললাইন নির্মাণ আমাদের স্বপ্ন। কিন্তু প্রকল্পে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে রেললাইনের পাশে অপরিকল্পিতভাবে মাটি ও বালি স্তূপ করে রেখেছে। এতে পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে পুরো জামিজুরী এলাকা। বারবার বলার পরও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি প্রতিষ্ঠানটি। অবিলম্বে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

পূর্ববর্তী নিবন্ধলোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরামের উপহারসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধফয়’স লেক লেকভিউ আ/এ মালিক কল্যাণ সমিতির সংবর্ধনা অনুষ্ঠান