দোহাজারীতে তেলবাহী বগিতে উঠতে গিয়ে পা বিচ্ছিন্ন এক শিশুর

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ৮ জুলাই, ২০২৪ at ৫:০০ অপরাহ্ণ

চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেললাইনের দোহাজারী রেলওয়ে স্টেশনে তেলবাহী বগিতে উঠতে গিয়ে চাকার নিচে পড়ে পা হারালো সাইমন নামে ১০ বছর এক শিশু।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টার সময় এ ঘটনা ঘটে। পা হারানো সাইমন দোহাজারী পৌরসভার ঈদপুকুরিয়া গ্রামের প্রবাসী সাইফুল আলমের ছেলে বলে জানায় স্থানীয়রা। সে দোহাজারী কাছেমুল উলুম মাদরাসার কিতাবখানার ছাত্র।

দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, বেলা সাড়ে ৩টার দিকে তেলবাহী বগি দোহাজারী রেলওয়ে স্টেশনে পৌছালে এক শিশু লাফ দিয়ে বগিতে ওঠার চেষ্টাকালে সে বগির ফাঁকে পড়ে যায়। এসময় তেলবাহী বগির চাকায় তার একটি পা বিচ্ছিন্ন হয়।

ঘটনার পর পর দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করেন।

এর আগে আজ সকালে পাথর বোঝাই বগিতে লাফ দিয়ে উঠার সময় একই এলাকার ফারুক নামে ১০ বছরের আরেক শিশু আহত হয় বলে জানায় স্থানীয়রা।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ট্রাকের সাথে সংঘর্ষে বাইক আরোহী ২ বন্ধু নিহত
পরবর্তী নিবন্ধনিখোঁজের ৭ দিন পর থানচিতে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার