দোহাজারীতে টেক্সি-বাস সংঘর্ষ, বউ-শাশুড়িসহ নিহত ৩

বায়েজিদে বাইক থেকে পড়ে নারীর মৃত্যু, সীতাকুণ্ডে বাস উল্টে যুবক নিহত

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের দোহাজারীতে বাসের ধাক্কায় বউশাশুড়িসহ ৩ জন টেক্সি যাত্রী নিহত ও ৯ জন আহত হয়েছেন। এছাড়া নগরীর অক্সিজেন ও সীতাকুণ্ড উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরও দুই জনের মৃত্যু হয়েছে।

চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান, গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দেওয়ানহাট সোনাই বটতল এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত টেক্সির ৩ জন যাত্রী নিহত হন। এ ঘটনায় কমপক্ষে ৯ জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন চন্দনাইশ পৌরসভার ৫ নং ওয়ার্ড কারেজির বাড়ির করিম বকসুর স্ত্রী ফাতেমা বেগম (৭৫), তার পুত্র সেলিম উদ্দীনের স্ত্রী শামীমা আকতার (৩৭) এবং একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি মো. শরীফুল ইসলাম (২৮)। তিনি ময়মনসিংহ সদর এলাকার কাউনিয়া গ্রামের আলী আকবরের ছেলে।

জানা যায়, গতকাল সকালে অসুস্থ ফাতেমা বেগমকে নিয়ে তার পুত্রবধূ শামীমা আকতার ও পরিবারের দুই সদস্য চিকিৎসার জন্য দোহাজারী পৌরসদর এলাকায় যান। চিকিৎসা শেষে টেক্সিযোগে বাড়ি ফিরছিলেন তারা। তাদের গাড়ির পিছনে ছিল আরও একটি যাত্রীবাহী টেক্সি। তারা দেওয়ানহাট সোনাই বটতল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস টেক্সি দুটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে উভয় টেক্সিতে থাকা ১২ জন গুরুতর আহত হন। আহতদের দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে ফাতেমা বেগম এবং তার পুত্রবধূ শামীমা আকতারকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ফাতেমা বেগম লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের ভাগনি। আহত ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শরীফুল ইসলাম মারা যান। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহত শামীমার ছেলে মোহাম্মদ হামিম জানান, তার চাচা আবদুর রহিম ও ভাই সজীব গুরুতর আহত হয়। তারাও বর্তমানে আইসিইউতে আছেন।

দোহাজারী হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর মো. মহিউদ্দীন জানান, দুর্ঘটনার পরপর ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি এবং দুর্ঘটনাকবলিত টেক্সি ২টি থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বায়েজিদ : নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন পাবলিক স্কুল গেট এলাকায় ট্রাকের চাপায় নাসিমা বেগম (৪৫) নামে এক নারীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে স্কুলের গেটের সামনে টেক্সির ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় তার মৃত্যু হয়। নিহত নাসিমা বেগম রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের জাহাঙ্গীর আলমের স্ত্রী। জানা যায়, নিহত নাসিমা স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। অক্সিজেন পাবলিক স্কুলের গেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি টেক্সির সঙ্গে ধাক্কায় নাসিমা বেগম মোটরসাইকেল থেকে পড়ে গেলে পেছন থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকচালক রিপনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা নিহতের মরদেহ উদ্ধার করি। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, গতকাল দুপুর ১২টায় সীতাকুণ্ডের ছোট কুমিরা ইলিয়াছ পেট্রোল পাম্পের সামনে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে মো. সাকিব (২২) নামে একজনের মৃত্যু হয়েছে।

জানা যায়, দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী চয়েস পরিবহনের একটি যাত্রীবাহী বাস সীতাকুণ্ড উপজেলাধীন কুমিরা ইলিয়াছ পেট্রোল পাম্প এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এ সময় সড়কের পাশে থাকা একটি ভলকানাইজিং শপের মিস্ত্রী বাসের নিচে চাপা পড়ে খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে রেকার দিয়ে বাসটি খাদ থেকে তোলে মো. সাকিবকে মৃত অবস্থায় উদ্ধার করে।

কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. আহসান বলেন, ঘটনার পর বার আউলিয়া হাইওয়ে পুলিশ রেকার দিয়ে বাস তোলার পর আমরা অনেক চেষ্টা চালিয়ে সাকিবকে মৃত অবস্থায় উদ্ধার করি।

সীতাকুণ্ড বার আউলিয়া হাইওয়ে থানার ওসি বলেন, নিহত সাকিব নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন মিজিবাড়ি খালিশপুর এলাকার বাসিন্দা মমিন উল্লাহর ছেলে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধদেশের অতি ঝুঁকিপূর্ণ ২১টি এলাকার তিনটিই চট্টগ্রামে
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : প্রধান উপদেষ্টা