দোহাজারীতে জিসিএস বৃত্তি পরীক্ষা ১৩ ডিসেম্বর

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ৯ ডিসেম্বর, ২০২৪ at ৭:১৫ পূর্বাহ্ণ

দোহাজারী পৌরসরভার গ্রীন চার্টার্ড স্কুল এন্ড কলেজের উদ্যোগে আগামী ১৩ ডিসেম্বর প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে জিসিএস মেধা বৃত্তি পরীক্ষা। উক্ত পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে ৭ম শ্রেণীর প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশ নিবে। পরীক্ষায় ১ম স্থানকারী শিক্ষার্থী পাবেন নগদ ৫০ হাজার টাকা। এছাড়াও প্রতি শ্রেণী থেকে ১০ জন করে মোট ৭২ জন শিক্ষার্থীকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। গত শুক্রবার স্কুল এন্ড কলেজের নিজস্ব ক্যাম্পাসে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় স্কুল কর্তৃপক্ষ এ ঘোষণা দেন। স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য এম.এ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট রিদুয়ানুল হক, মো. ইউনুস, রোকন উদ্দীন আজম, মো. সোলাইমান, ওবায়দুল আকবর টুটুল প্রমুখ। সভায় সাংবাদিক মো. দেলোয়ার হোসেন, নাছির উদ্দীন বাবলু, মাস্টার নুরুল আলম, আবু তালেব আনছারি, সৈকত দাশ ইমন, আজিমুশ শানুল হক দস্তগির, এস. এম রাশেদ, আয়ুব মিয়াজী, কামরুল ইসলাম মোস্তফা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ খান আশিক প্রমুখ ।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার ২০ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধচন্দনাইশে দুই রাতে ৬ কৃষকের ১০টি গরু চুরি