দোহাজারীতে ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ২৭ ডিসেম্বর, ২০২১ at ৮:৫৬ পূর্বাহ্ণ

চন্দনাইশের দোহাজারী পৌরসভার রায়জোয়ারা এলাকায় ৩য় বারের মতো আয়োজিত নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শুক্রবার স্থানীয় মাঠে সম্পন্ন হয়। স্থানীয় রায়জোয়ারা জাগ্রত তরুণ একতা সংঘ আয়োজিত ফাইনাল খেলায় চিটাগাং সুপার কিংসকে ২ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কংলাক ওয়ারিয়র্স। ম্যান অফ দ্যা ফাইনাল নির্বাচিত হয় বিজয়ী দলের খেলোয়াড় মিজান। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আব্দুর রহিম সওদাগরের সভাপতিত্বে ও কামরুল ইসলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন সমাজ সেবক আব্দুর রশিদ, আহমদ হোসেন, মুহাম্মদ ইব্রাহিম, আব্দুল মান্নান, দেলোয়ার হোসেন, হারুন-অর-রশীদ, দুলাল জলদাশ, সংগঠনের সভাপতি জয়নাল আবেদিন জয়, সাধারণ সম্পাদক আলী হোসেন, কেফায়েত উল্লাহ্‌ প্রমুখ। এর আগে ফাইনাল খেলার উদ্বোধন করেন মুহাম্মদ আলম কোম্পানি। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধকোয়ালিটি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে উদীয়মান এবং পারভেজ স্মৃতি সংঘ জয়ী
পরবর্তী নিবন্ধদর্শক নিয়েই মাঠে গড়াবে এবারের বিপিএল