দোহাজারীতে কিশোর হত্যা মামলার ৬ আসামী জেল হাজতে

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ৫ সেপ্টেম্বর, ২০২১ at ৯:২৬ অপরাহ্ণ

চন্দনাইশের দোহাজারী পৌরসভার চাগাচর ভাঙাপাড়া এলাকায় কিশোর আসহাব উদ্দিন হত্যা মামলার ৬ জন আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আজ রবিবার (৫ সেপ্টেম্বর) অভিযোগপত্র শুনানি শেষে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমদ খন্দকার আসামীদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

জানা যায়, ২০২০ সালের ১০ মে রাতে চাগাচর ভাঙ্গাপাড়া গ্রামের এক প্রবাসীর স্ত্রী করোনা আক্রান্ত হয়েছে মর্মে গুজব ছড়িয়ে ওই পাড়ার লোকজনকে লকডাউনে থাকতে বলা হয়।

এদিকে, ওইদিন রাত সাড়ে ৮টার দিকে ভাঙ্গাপাড়া এলাকার আবদুর রহিমের পুত্র মোটর মেকানিক আসহাব উদ্দীন (১৬) বাড়িতে ফেরার পথে উত্তর চাগাচর এলাকায় বেশ কয়েকজনের সাথে তর্কাতর্কি হয় এবং তাকে মারধর করে।

পর দিন ১১ মে রাতে আসহাব উদ্দিনকে পুনরায় মারধর করলে সে গুরুতর আহত হয়।

পরবর্তীতে নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় সে ২৩ মে রাতে মারা যায়।

এ ঘটনায় নিহতের বড় ভাই মো. কায়সার বাদী হয়ে ২৫ মে রাতে চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় আসামীরা জামিনে ছিলেন।

এদিকে, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ জনকে চার্জশীটভুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আজ রবিবার অভিযোগপত্র শুনানি শেষে বিচারক ৬ আসামীর জামিন নামঞ্জুর করে জেল-হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

জেল-হাজতে প্রেরণ করা আসামীরা হলো মো. সোহেল (৩৫), ফারুক হোসেন রাজিব (৩০), মো. মিন্টু (৩৫), ফারুক আহমদ (২৭), নাঈম উদ্দিন নাঈম (৩০), জিয়াউর রহমান জিয়া (২৫)।

এছাড়া সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় চার্জশীটভুক্ত আসামী মো. ইসমাইল(১৯) ও জয়নাল আবেদীন পারভেজ(২৬)-এর জামিন আদেশ বহাল রাখেন বিচারক।

এছাড়া শিশু হওয়ায় অপর ২ আসামী শেখ রাসেল ও মারুফ হোসেনকে শিশু আদালতে প্রেরণের নির্দেশ দেয়া হয়।ৎ

মামলার বাদী মো. কায়সার বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ১৪ সেপ্টেম্বর মামলাটি নিষ্পত্তির জন্য জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅটোরিকশাকে বাঁচা‌তে গা‌ছের সা‌থে ধাক্কা খেল ট্রাক
পরবর্তী নিবন্ধ৩ নম্বর স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন