দোহাজারীতে ইউসিবির ক্রীড়া সামগ্রী বিতরণ

| বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪০ পূর্বাহ্ণ

ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল, এই প্রতিপাদ্যকে সামনে রেখে, চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাস্থ ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক দোহাজারী শাখার উদ্যোগে গতকাল বুধবার দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের হল রুমে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ইউসিবি দোহাজারী শাখা ম্যানেজার সুদীপ কুমার বড়ুয়া, সহকারী ম্যানেজার মোহাম্মদ আলাউদ্দীন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আনিসুর রহমান, প্রধান শিক্ষক জাফর আহমদ, সহকারী প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আলগীরুল ইসলাম প্রমুখ। ক্রীড়া সামগ্রীর মধ্যে রয়েছে ফুটবল জার্সি, ফুটবল, হ্যান্ডবল, গ্রাভস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে ৭৫৩ জনকে শিক্ষা বৃত্তি দিল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড
পরবর্তী নিবন্ধপদ্মা উৎসবের পুনর্মিলনী ও সনদপত্র বিতরণ