দোহাজারীতে অগ্নিকাণ্ডে ৮ লক্ষাধিক টাকার ক্ষতি

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ২২ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:৪৭ অপরাহ্ণ

চন্দনাইশের দোহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি হাজী মো. হারুনুর রশিদের বসতঘর অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে ৮ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। গতকাল রবিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
চন্দনাইশ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী জানান, পৌরসভার ৭নং ওয়ার্ড নাছির মোহাম্মদপাড়ার হাজী মো. হারুনুর রশিদের ঘরে গতকাল রবিবার রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এসময় ঘরের সকল সদস্য ঘুমিয়ে ছিলেন। আগুন ঘরের চারিদিকে ছড়িয়ে পড়ে তাদের ঘুম ভেঙে গেলে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন তারা।
তিনি জানান, তার ঘরে রক্ষিত নগদ টাকা, স্বর্ণালংকার, কৃষি কাজের কীটনাশক, বীজ, সারসহ বিভিন্ন মূল্যবান মালামাল, কাগজপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ হাজী হারুন বলেন, “আমাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আমার পুরো বসতঘর ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডে মূল্যবান মালামালসহ আমার পুত্র সাতকানিয়া কলেজে বিবিএ অনার্স পড়ুয়া ফারুকুল ইসলাম, পটিয়া কলেজের ১ম বর্ষে পড়ুয়া রবিউল ইসলাম ও কন্যা নগরীর সিটি কলেজ পড়ুয়া লিমা আক্তারের বিভিন্ন সার্টিফিকেট, রেজিস্ট্রেশন কার্ড পুড়ে যায়।”
তবে অগ্নিকাণ্ডের ব্যাপারে চন্দনাইশ দমকল বাহিনীকে কেউ অবহিত করেননি বলে সাংবাদিকদের জানান ডিউটি অফিসার আল আমিন।

পূর্ববর্তী নিবন্ধপাপুলের সংসদ সদস্য পদ বাতিল
পরবর্তী নিবন্ধমাতৃভাষা দিবসে চকবাজার থানা ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি