দোষ স্বীকার করলেন আরএনবির ৩ সদস্য

বাড়তি টাকা না দেয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের ওপর হামলা

আজাদী প্রতিদেন | শনিবার , ২৭ আগস্ট, ২০২২ at ৭:১৮ পূর্বাহ্ণ

বাড়তি টাকা না দেওয়ায় চট্টগ্রাম রেলস্টেশনে আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্যের ওপর হামলা করেন রেল নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা। র‌্যাবের কাছে দোষ স্বীকার করেছেন আরএনবির আটক তিন সদস্য। গতকাল শুক্রবার সকালে র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে এক ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ এই তথ্য জানিয়েছেন। আটক তিন আরএনবি সদস্য হলেন মো. মাইন হাছান রাকিব (২৩), রিটন চাকমা (২৪) ও মো. রবিউল ইসলাম (৩০)। হামলার ঘটনায় তিন আরএনবি সদস্যের বিরুদ্ধে ঘুষ দাবি, আক্রমণ, মারামারি, হত্যার উদ্দেশ্য ও মানহানির অভিযোগে মামলা করা হবে।
এর আগে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় আরএনবির চার সদস্য হাবিলদার মো. রবিউল ইসলাম, সিপাহী মাইন হাসান রাকিব, রিটন চাকমা ও পলাতক ইয়াসির আরাফাতকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান রেলওয়ে পূর্বাঞ্চলের আরএনবির কমান্ডেন্ট রেজওয়ানুর রহমান। লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, গত ৮ আগস্ট একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য চট্টগ্রাম থেকে মেইল ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে রাত দশটায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে উপস্থিত হন। ট্রেনের টিকিট কেটে প্ল্যাটফর্মে থাকা ঢাকা মেইল ট্রেনে তার নির্দিষ্ট বগিতে উঠতে যাওয়ার সময় রেলওয়ের নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত কয়েকজন আরএনবি সদস্য তাকে ট্রেনের সামনের ৩টি বগির যেকোন একটিতে যেতে বলে। এই বগিতে উঠতে হলে তাদেরকে ৩০০ টাকা দিতে হবে বলে জানায়। টাকা না দিলে ওই বগিতে ওঠা যাবে না বলে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।
কথাবার্তার একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওই সদস্য যাত্রীকে আরএনবির সদস্যরা অন্যায় ও অযাচিতভাবে গালাগালি, মারধর, রাইফেল দিয়ে ধাক্কাসহ ব্যাপক গালমন্দ করেন। টাকা না দিয়ে আরএনবি সদস্যদের এ সব কথা ভিডিও করতে থাকেন তিনি। এক পর্যায়ে ওই যাত্রীকে মারধর ও গালিগালাজ করতে থাকেন আরএনবির সদস্যরা। একই সময়ে এ ঘটনা
এক অনলাইন পোর্টালের সাংবাদিক ভিডিও করে সংবাদ আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে তা সাধারণের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। এরপর ২৫ আগস্ট যৌথবাহিনী অভিযান চালিয়ে ঢাকা এবং চট্টগ্রাম থেকে উক্ত তিনজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দোষ স্বীকার করেন।
লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ আরো বলেন, আটককৃতদের বিষয়ে তথ্য দিয়ে আরএনবির সিনিয়র কর্মকর্তারা সহযোগিতা করেছেন। সেখানে একটি চক্র রয়েছে। ঘটনার সঙ্গে যদি আরএনবির পরিদর্শকও জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধটুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সিটি মেয়রের শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধছয় লেন করতে চলছে জরিপ, সিদ্ধান্ত শীঘ্রই