দোল উৎসব সম্পন্ন

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৯ মার্চ, ২০২১ at ৬:০৬ পূর্বাহ্ণ

নগরীর বিভিন্ন স্থানে হোলি উৎসবে মেতে উঠেছে হিন্দু ধর্মাবলম্বীরা। অনেকেই ঘরোয়াভাবে স্বজন, বন্ধু-বান্ধবদের রং লাগিয়ে দোল উৎসবে শামিল হন। গতকাল রবিবার সকাল থেকে নগরীর বিভিন্ন মন্দিরে রাধাকৃষ্ণকে আবির দেওয়ার পাশাপাশি নিজেরাও আবিরের রঙে রঙিন হয়েছেন। নগরের নালাপাড়া, হাজারী লেইন, পাথরঘাটা জেলেপাড়া, হাজারি গলি, গোসাইলডাঙ্গা, কাট্টলী, এনায়েত বাজার, অভয়মিত্র ঘাটসহ বিভিন্ন এলাকায় তরুণ-তরুণীরা দল বেঁধে দোল উৎসবে মেতে ওঠেন।
হরতাল ও করোনার প্রভাবে কোথাও বড় ধরনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। তবে ঘরোয়াভাবে, যার যার বাড়ির আঙ্গিনায় উৎসবে মেতে উঠেছেন ছোট-বড় সকলে।

পূর্ববর্তী নিবন্ধ৬ হাজার টন নিলাম অযোগ্য পণ্য ধ্বংস করছে কাস্টমস
পরবর্তী নিবন্ধআনোয়ারায় কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২