প্রকাশনা উৎসবে বক্তাদের অভিমত
বাংলাদেশ বৌদ্ধ মহিলা সমিতির উদ্যোগে কথাসাহিত্যিক দোলনা বড়ুয়া তৃষার উপন্যাস ‘অভয়াচারিণী’ ২য় খণ্ডের প্রকাশনা উৎসব গত ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বৌদ্ধ মহিলা সমিতির সভাপতি সঞ্চিতা তালুকদারের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে আশীর্বাদক হিসেবে ছিলেন সদ্ধর্মশাসনজ্যোতি শাসন রক্ষিত মহাস্থবির।
উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. দীপঙ্কর শ্রীজ্ঞান বড়ুয়া, প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ। আলোচক ছিলেন শিক্ষাবিদ সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর রীতা দত্ত, কথাসাহিত্যিক সংগঠক দীপক বড়ুয়া ও বাংলাদেশ বৌদ্ধকৃষ্টি প্রচার সংঘ–মহিলার ঊর্ধ্বতন সহ–সভাপতি চম্পাকলি বড়ুয়া। ঋতু বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লায়ন অনুত্তর বড়ুয়া, লায়ন প্রশান্ত বড়ুয়া, পুষ্পেন বড়ুয়া কাজল, প্রকৌশলী তীথাংকর বড়ুয়া, প্রদীপ বড়ুয়া আনন্দ, কুনাল কান্তি বড়ুয়া, সীমা বড়ুয়া প্রমুখ। বক্তারা বলেন, দোলনা বড়ুয়া তৃষা তার উপন্যাসে রূপক অর্থে বর্ণনা করেছেন সামাজিক বাস্তবতা। মানুষের মনোজগতের পরিবর্তনকে ঘিরে তাঁর উপন্যাসের কাহিনী বিন্যস্ত হয়েছে। সমাজ জীবনের বহুমাত্রিক দিক এখানে দৃশ্যমান হয়ে উঠেছে। লেখক দোলনা তাঁর আবেগ ও অভিজ্ঞতাকে যথার্থভাবে তাঁর উপন্যাসে ধারণ করেছেন। এটি একটি জীবন সংলগ্ন উপন্যাস। পুরুষতান্ত্রিক সমাজে একজন তথাকথিত পুরুষের লোলুপ দৃষ্টি ও সম্ভোগের চিত্র যেভাবে লেখক তুলে ধরেছেন, তা প্রশংসনীয়। প্রেস বিজ্ঞপ্তি।