নির্মাতা গোলাম সোহরাব দোদুল আগেই জানিয়েছিলেন, চলতি মাসেই আসছে তার নির্মিত প্রথম ওয়েব ফিল্ম ‘ছক’। কথা মতো ফেব্রুয়ারিতেই মুক্তি পাচ্ছে তাহসান-স্পর্শিয়াকে নিয়ে নির্মিত ওয়েব ফিল্মটি। নির্মাতা দোদুল জানালেন, আগামীকাল বৃহস্পতিবার আমার নির্মিত প্রথম ওয়েব ফিল্ম ‘ছক’ সিনেমাটিক এর অ্যাপে মুক্তি পাচ্ছে। পোস্টার ও ট্রেলার রিলিজের পর দর্শকের যে অভাবনীয় সাড়া পেয়েছি, তাতে আমরা ‘ছক’ নিয়ে আশাবাদী। বাকিটা মুক্তির পর দর্শক প্রতিক্রিয়ায় বলে দিবে। এরআগে ৪ ফেব্রুয়ারি প্রকাশ পায় ‘ছক’ এর ট্রেলার। দেড় মিনিটের ট্রেলারে ভিন্ন ইমেজে দেখা যায় অভিনেতা তাহসান খানকে! অন্যদিকে অভিনেত্রী স্পর্শিয়া হাজির ছদ্মবেশী এক নারীর চরিত্রে! ‘প্রেমিক পুরুষ’ এর যে ইমেজ, তার বাইরে খুব একটা দেখা যায়নি তাহসানকে। তবে ‘ছক’ এর মধ্য দিয়ে দর্শক যে তাদের প্রিয় অভিনেতাকে অন্যরকম চরিত্রে পেতে যাচ্ছেন, তা আগেই বলেছিলেন নির্মাতা গোলাম সোহরাব দোদুল। ট্রেলারে তাহসানকে দেখা যায় পুরনো ক্লাবের ওয়েটার হিসেবে। যে কিনা মদ টানে! ঘটনাচক্রে খুন করতেও দেখা যায় তাকে! চোখে মুখে আতঙ্ক নিয়ে স্পর্শিয়ার সঙ্গী হন তিনি। তবে ছদ্মবেশী স্পর্শিয়ার সাথে তার কিসের লেনাদেনা, সেটা খোলাসা হয়নি ট্রেলারে। নির্মাতা বললেন, এবার সবকিছুর জট খুলবে আসছে বৃহস্পতিবার। ক্রাইম থ্রিলার ঘরানার ওয়েব ফিল্ম ‘ছক’ এ তাহসান খান ও স্পর্শিয়া ছাড়াও আছেন দীপক সুমন, শাহরিয়ার সজীব, প্রণীল, বিপলীসহ একঝাঁক থিয়েটার আর্টিস্ট।