বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদিত দেশের সর্ববৃহৎ একমাত্র বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটি কর্তৃক আলহাজ্ব ছালামত আলীকে সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফকে সাধারণ সম্পাদক ও সেলিম নুরকে কোষাধ্যক্ষ করে ২০৮ সদস্যের বাংলাদেশ দোকান মালিক সমিতি ২০২৩–২৫ চট্টগ্রাম মহানগর কার্যকরী কমিটি অনুমোদন দিয়েছে। নতুন কমিটি চট্টগ্রাম মহানগরের অবস্থিত সকল দোকান মালিক সংগঠন ও মালিকদের নিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সার্বিক জাতীয় অর্থনীতিতে বিশাল অবদান রাখার প্রত্যয় নিয়ে কাজ করে যাবে এই আঁশা ব্যক্ত করেন। দেশের সকল দোকান ব্যবসায়ী সহ চট্টগ্রাম মহানগরের দোকান মালিকদের সকল অধিকার আদায়ে মাঠে থাকবে। সাথে দেশের উন্নয়নের অংশীদার হিসেবে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে অংশীদার হিসেবে কাজ করে যাবে। উন্নয়নের লক্ষ্য মাত্রা অর্জনে ভ্যাট, ট্যাক্স ও ট্রেড লাইসেন্স সহ সকল সরকারের নির্ধারিত কর পরিশোধ করার জন্য সকল দোকান মালিক সংগঠন ও মালিকদের প্রতি অনুরোধ জানান। দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন নতুন কমিটি। সর্বোপরি নতুন কমিটি অনুমোদন প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয়, এফবিসিসিআই সহ বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। প্রেস বিজ্ঞপ্তি।