দুর্ঘটনায় ডান হাত হারান আব্দুর শুক্কুর রুবেল (২৪)। একটি প্লাস্টিক কারখানায় ১২ ঘণ্টা কাজ করতেন তিনি। এত পরিশ্রমের ধকল সইতে না পেরে রুবেল ভাবছিলেন একটি দোকান দেবেন। কিন্তু টাকা সংগ্রহ করতে গিয়ে জড়িয়ে পড়েন চুরির ঘটনায়। গতকাল শনিবার বিকেলে তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন বলে জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ। এর আগে গত শুক্রবার রাতে বলুয়ার দীঘিরপাড় এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। রুবেল কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর চান্দলা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) আইয়ুব উদ্দিন বলেন, গত বুধবার রাতে কোরবানীগঞ্জ এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হয়। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মহিউদ্দিন আলম খোকন বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলার তদন্তে নেমে ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর ও বাইরের সড়কের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। তাতে দেখা যায়, একজন যুবক ওই প্রতিষ্ঠানে ঢুকে চুরি করছেন। পরে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এসআই আইয়ুব উদ্দিন বলেন, ব্যবসা প্রতিষ্ঠানটি সেমিপাকা। রুবেল প্রতিষ্ঠানটির চালায় ওঠে প্রথমে টিন ও বেড়া কাটেন। এরপর লোহার সিলিং ধরে নিচে নেমে নগদ টাকা, পেন ড্রাইভসহ বিভিন্ন সামগ্রী নিয়ে বেরিয়ে যান। রুবেল কয়েক বছর আগে কারখানায় সংঘটিত এক দুর্ঘটনায় ডান হাত হারিয়ে ফেলেন। এক হাত নিয়েই তিনি এই কাজ করেছেন।