হোটেলের কর্মচারীকে বলৎকার করার ঘটনায় আবদুর রহিম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২ নভেম্বর) ছয় জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়াই অভিযুক্ত আবদুর রহিমের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৭ এর বিচার ফেরদৌস আরা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট এম এ নাসের বলেন, অভিযোগ প্রমাণিত হওয়া আসামির বিরুদ্ধে সাজা হয়েছে, পরে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়। এই রায় কিছু শিক্ষা নেওয়া উচিৎ যাতে করে পুনরায় এ রকম ঘটনা আর না ঘটে।
আদালতে সূত্রে জানা যায়, ঘটনাটি ২০২০ সালের চট্টগ্রাম নগরীর দক্ষিণ দক্ষিণ পতেঙ্গার গুচ্ছগ্রাম এলাকার আশরাফ আলী হোটেলের। হোটেলটির কর্মচারী ছিলেন ভিকটিম। ঘটনার সময় রাত ১ টায় কাজ শেষ করে নিজের রুমে ঘুমিয়ে পড়ে ভিকটিম।
পরে তার রুমে ঢুকে বলৎকার করেন অভিযুক্ত আবদুর রহিম। এ সময় ভিকটিমের চিৎকারে পাশের দোকানের কর্মচারীরা এগিয়ে এসে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে ভিকটিমকে।
পরে পতেঙ্গা থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভিকটিম। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সাক্ষী সাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্তের বিরুদ্ধে সাজা দেন আদালত।