চট্টগ্রাম নগরীর হাজারী গলিস্থ একটি স্বর্ণের দোকানে থেকে চুরি হওয়া স্বর্ণালংকারসহ চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
বুধবার (৩১ জানুয়ারি) থানা সূত্রে নিশ্চিত করা হয়, অভিযান চালিয়ে চুরি হওয়া ০৭ ভরি, ০৭ আনা ০১ রত্তি স্বর্ণালংকারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
থানা সূ্ত্রে জানা যায়, ২৬ জানুয়ারি নরেন ধর বাবু প্রকাশ পাপ্পু ধর নরেন নামে চক্রের এক সদস্য নগরীর কোতোয়ালি থানাধীন ১৫১ হাজারী লাইন মিয়া শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলা ৯নং দোকানে রক্ষিত কাঠের ড্রয়ারের তালা ভেঙে ড্রয়ারে রক্ষিত ০৭ ভরি, ০৭ আনা ০১ রত্তি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
পরে ভুক্তভোগীর করা মামলা প্রেক্ষিতে অভিযান চালিয়ে চোরাই স্বর্ণালংকারসহ তাদের গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থান ওসি এসএম ওবায়েদুল হক বলেন, বাদীর অভিযোগে ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের এই ৩ সদস্যকে আটক করতে সক্ষম হই। পরে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।