দোকান উচ্ছেদ, ২০ হাজার টাকা জরিমানা

চসিকের অভিযান ফুটপাতের শতাধিক

| মঙ্গলবার , ৮ অক্টোবর, ২০২৪ at ৬:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় নগরীর পাঁচলাইশ থানা এলাকায় গতকাল সোমবার উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা ও চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসরাফিল জাহান।

অভিযানকালে ষোলশহর বিপ্লব উদ্যান ও চিটাগাং শপিং কমপ্লেক্স সংলগ্ন সড়ক এবং নাসিরাবাদ হাউজিং সোসাইটির ৪নং রোড়ের উভয় পার্শ্বে ও ফুটপাত থেকে শতাধিক ভাসমান অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। এসময় সড়কে নির্মাণ সামগ্রী রেখে ও দোকানের অংশ বর্ধিত করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়া থেকে সাকিব হত্যা মামলার চার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালে তিন দালাল আটক