দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, যুবক দগ্ধ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ৬:৩১ পূর্বাহ্ণ

নগরীর হালিশহর থানাধীন হালিশহরের কাঁচাবাজার সংলগ্ন এলাকার একটি দোকানে সিলিন্ডার বিস্ফোরণে মো. মুহিন (২৯) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত মো. মুহিন ছোটপুল দেওয়ান হালী মসজিদ সংলগ্ন এলাকার মো. শাহীনের ছেলে।
হালিশহর থানার উপ-পরিদর্শক মো. ইমাম বলেন, হালিশহর কাঁচাবাজার এলাকায় সিলিন্ডার বিস্ফোরণে এক যুবক দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বার্ন ইউনিটে ভর্তি করে দেন।

পূর্ববর্তী নিবন্ধব্যাটে-বলে হতাশার দিন
পরবর্তী নিবন্ধচুয়েট ও সওজ বিশেষজ্ঞের সমন্বয়ে পরীক্ষা করবে চসিক