লোহাগাড়ায় দোকানের গ্রিলের তালা কেটে ১২০টি মোবাইল নিয়ে গেছে চোরের দল। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা সদর বটতলী স্টেশনে এ ঘটনা ঘটে। চুরির দৃশ্যটি দোকানের ভেতর ও বাইরের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হয়েছে।
এ ঘটনায় দোকানের মালিক মোহাম্মদ বারেক (৩২) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি জানান, বটতলী স্টেশনের এ. এম শপিং কমপ্লেক্সে টি.এস টেলিকমের মালিক তিনি। সকালে একদল চোর দোকানের গ্রিলের তালা কেটে ভেতরে প্রবেশ করে। তারা দোকানে থাকা বিভিন্ন কোম্পানির ১৩ লাখ টাকা মূল্যের ১২০টি মোবাইল ও নগদ ২ লাখ টাকা নিয়ে যায়। পরে মার্কেটের দারোয়ান দোকানের তালা ভাঙা দেখতে বিষয়টি বারেককে জানায়।
দ্রুত দোকানে এসে সিসিটিভি ক্যামেরায় দৃশ্যটি দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন তিনি। সিসিটিভিতে ধারণকৃত দৃশ্যে দেখা যায়, সকাল সাড়ে ৭টায় ৬/৭ জন যুবক দোকানের সামনে আসেন। কিছুক্ষণ দোকানের সামনে ও পাশের গলিতে ঘোরাফেরা করেন। এরপর কারো উপস্থিতি দেখতে না পেয়ে দোকানের সামনে কালো পর্দা দিয়ে গ্রিলের তালা কেটে একজন ভেতরে প্রবেশ করেন। অন্যরা দোকানের সামনে ও মার্কেটের গলিতে পাহারা দেয়। কিছুক্ষণ পরে মোবাইল গুলো নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। চোরের দলের সকলে মাস্ক পরিহিত ছিল। লোহাগাড়া থানার এসআই যুযুৎসু যশ চাকমা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগী দোকান মালিক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সিসিটিভিতে ধারণাকৃত দৃশ্য সংগ্রহ করা হয়েছে। চোরদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে তৎপরতা অব্যাহত রয়েছে।