দোঁহা

ইউসুফ মুহম্মদ | শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২০ at ৫:২৭ পূর্বাহ্ণ

যে বিষণ্নতা আকাশ ছুঁয়েছে
সেও বড় একা। জানে না নিজের গল্প,
তিল খসে গেলে ডানাঅলা জল
মাছ ছোঁয় পায়না বিকল্প।
দুঃখ-কষ্ট বারমাসি গায়
যারা শুনে তারা পুণ্যবান;
সমীরণে ভাসে ইসরাফিলের
দহনদগ্ধ পুরাতনী গান।
লোভের আগুন জ্বলে-পুড়ে লাভা
লক্ষ-কৌটি বছরের তরি,
অজানাই থাকে কখন বাজিবে বাঁশি
থেমে যাবে অনুতাপ, পুতুলের ঘড়ি।

পূর্ববর্তী নিবন্ধআমাকে যেতে হয়
পরবর্তী নিবন্ধদুঃখ বিলাস