দৈনিক আজাদী স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র

ইসমত আরা খানম কোহিনূর | রবিবার , ১১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪১ পূর্বাহ্ণ

অনেক দিন থেকেই ডায়েরীর পাতা আমার লিখার অভয়ারণ্য। নিজেকে লেখক হিসেবে দাবি করার দুঃসাহস আমার নেই। সাহিত্যের প্রতি দুর্বলতা একটু একটু করে লিখার নেশায় জড়িয়ে পড়ি। রাশেদ রউফ ভাইয়ার কথা আমাকে আরো বেশি অনুপ্রাণিত করে লিখতে। সেই থেকে বিভিন্ন সময় আমার আনাড়ি হাতের লিখা স্থান পায় দৈনিক আজাদী’র প্রশস্ত পাতায়। আমি ধন্য, কৃতজ্ঞ আজাদী পরিবারের কাছে। আজাদী’র পুরো অবয়ব জুড়ে থাকে চট্টগ্রাম শহরের ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে থাকা খবর গুলো। প্রতিদিন চট্টগ্রামের ভালো-মন্দ, দুঃখ-সুখ, অভাব-দৈন্যদশা, অপরাধ-অপকর্ম, অভিযোগ-অনুযোগ, উন্নয়ন-অবনতি, সমস্যা- সমাধান, এবং গণমানুষের অধিকার আদায়ের নিত্য নতুন সাতকাহন। তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আজাদীর কোনো বিকল্প নেই। শুভ জন্মদিন প্রিয় আজাদী। হাজার বছর পেরিয়ে গেলেও চট্টগ্রামবাসীর মনের মুকুরে সমাদৃত থেকো, সবসময়। যুগযুগ আপন স্বকীয়তায় সগৌরবে সদর্পে এগিয়ে চলো। নিরন্তর ভালোবাসা দৈনিক আজাদী’র জন্য।

পূর্ববর্তী নিবন্ধশুভ জন্মদিন দৈনিক আজাদী
পরবর্তী নিবন্ধআছি আজাদীর সাথে থাকবো চিরকাল