দৈনিক আজাদী সর্বমহলে প্রশংসিত

মো. এনামুল হক লিটন | মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর, ২০২৪ at ৯:৩২ পূর্বাহ্ণ

১৯৬০ খ্রিষ্টাব্দে তৎকালীন পাকিস্তান আমলে দেশের এক বৈরী সময়ে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, মহামনীষী এতদঞ্চলের প্রথম ইঞ্জিনিয়ার মরহুম জনাব আবদুল খালেক ইঞ্জিনিয়ার সাহেব চট্টগ্রাম থেকে প্রতিষ্ঠা করেন জননন্দিত পত্রিকা দৈনিক আজাদী’র। তাঁর সম্পাদনায় প্রকাশিত দৈনিক আজাদী চট্টগ্রামের বুকে জন্ম দিয়েছে বহু সাংবাদিক, সাহিত্যিক, কবি ও গবেষককেযাঁরা এই পত্রিকায় লেখালেখির মাধ্যমে তাঁদের প্রতিভার বিকাশ ঘটিয়েছেন। এই বরেণ্য মনীষী’র মৃত্যুর পর দৈনিক আজাদীর হাল ধরেন সুদীর্ঘ চার দশকের নিষ্ঠাবান সম্পাদক স্বাধীনতা পদকপ্রাপ্ত সাংবাদিক প্রফেসর মোহাম্মদ খালেদ সাহেব। এরপর দৈনিক আজাদী তাঁর বলিষ্ঠ ও কুশলী সম্পাদনায় এতদঞ্চলের জনমানসে রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি অর্জনের স্পৃহাকে অদম্য জাতীয়তাবাদী চেতনার আলোকে জাগিয়ে তুলতে ও বিকশিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যা দৈনিক আজাদী এখনো ধরে রেখে শুধু চট্টগ্রাম নয়, সারাদেশে প্রশংসিত হয়েছে। আজ মরহুম ইঞ্জিনিয়ার আবদুল খালেক সাহেব এবং প্রফেসর খালেদ সাহেবের সাথে তাঁদের একান্ত সহকর্মী হিসেবে যাঁরা মৃত্যুবরণ করেছেন, তাঁদের আত্নার মাগফেরাত কামনা করছি। সেই সাথে দৈনিক আজাদীর ৬৫ বছর পদার্পণে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি দৈনিক আজাদীর সুযোগ্যনিষ্ঠাবান সম্পাদক শ্রদ্ধাভাজন এমএ মালেক, পরিচালনা সম্পাদক জনাব ওয়াহিদ মালেক, সকল সাংবাদিক, কম্পিউটার অপারেটরসহ দৈনিক আজাদী পরিবারের সকলের প্রতি।

জন্মদিনের শুভ কামনা।

পূর্ববর্তী নিবন্ধসুকুমার রায় : ননসেন্স ছড়ার প্রবর্তক
পরবর্তী নিবন্ধঐতিহ্যের ধারক প্রিয় আজাদী