স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী ভবনে পত্রিকার সম্পাদক এম এ মালেকের সাথে গতকাল মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করেন সীতাকুণ্ডের কৃতী সন্তান ও সিমনি গ্রুপের কর্ণধার লায়ন মোহাম্মদ ইমরান। সাক্ষাৎকালে ভাষা আন্দোলন, বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রাম এবং সীতাকুণ্ড তথা চট্টগ্রামের মাটি ও মানুষের প্রতি দৈনিক আজাদী পরিবারের অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা ও মমতার কথা উল্লেখ করে লায়ন ইমরান সীতাকুণ্ডবাসীর পক্ষ থেকে সম্পাদক একুশে পদকজয়ী সাংবাদিক এম এ মালেককে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ করে আমি স্মার্ট সীতাকুণ্ড গড়ে তুলতে চাই।
সৌজন্য সাক্ষাৎকালে লায়ন মোহাম্মদ ইমরানের সাথে ছিলেন তাঁর ভাই মোহাম্মদ ইকবাল, সীতাকুণ্ড উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকরাম, সলিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, কায়সার উল আলম, আকবর চৌধুরী, আবু নাসের, গোলাম খালেদ, আতাহার খসরু, বখতিয়ার আহমেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।