দৈনিক আজাদীর ৬৬ বছরে পদার্পণে মাহফিল

| বুধবার , ১০ সেপ্টেম্বর, ২০২৫ at ১:২৬ অপরাহ্ণ

হযরত শাহ ছুফী আমানত খান (.) দরগাহে স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবদুল খালেক ও সাবেক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদের রুহের মাগফেরাত কামনা করা হয়। দৈনিক আজাদীর প্রকাশনার ৬৬ বছর পদার্পণে এবং সম্পাদক এম এ মালেকসহ আজাদীর পরিবারের সুখ শান্তি ও দীর্ঘায়ু কামনা করে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে ছদারত এবং মোনাজাত করেন বাবাজান কেবলা কাবার আওলাদে পাক সাজ্জাদানশীন মোতোয়াল্লী হযরত শাহজাদা মোহাম্মদ এনায়েতউল্লা খান (মা.জি.)। উপস্থিত ছিলেন শাহজাদা আহমদ উল্লা খান, শাহজাদা হাফেজ মৌলানা মাহমুদ উল্লা খান, শাহজাদা মোহাম্মদ নুরউল্লা খান, শাহজাদা মোহাম্মদ আহসান উল্লা খান, মৌলানা মোহাম্মদ তবারক আলী, আব্দুশ সমদ, মনজুর আলম, মৌলানা আবু তৈয়ব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতরুণদের উদ্ভাবনী শক্তি বৃদ্ধিতে সুযোগ দিতে বিজিসি সবসময় প্রস্তুত
পরবর্তী নিবন্ধচায়নিজ ভাষা শিক্ষণ ও পরীক্ষা কেন্দ্র চালু করবে সিআইইউ