কুতুবুল আকতাব গরীবে নেওয়াজ বাবাজান কেবলা খাজা হযরত শাহছুফি আমানত খান (রা.) দরবার শরীফে স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর ৬৪তম বর্ষ পদার্পণে উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সাজ্জাদানশীন মোতওয়াল্লী শাহজাদা মুহাম্মদ এনায়েতউল্লা খান (মাজিআ) বড় মিঞার ছদারতে অনুষ্ঠিত হয়। মোনাজাতে দৈনিক আজাদী প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম ইঞ্জিনিয়ার আবদুল খালেকের রূহের মাগফেরাত কামনা করা হয়। বর্তমান সম্পাদক একুশে পদকপ্রাপ্ত এম এ মালেক ও আজাদী পরিবারের সুখ শান্তি দীর্ঘায়ু কামনা করা হয় এবং দৈনিক আজাদীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।