দৈনিক আজাদীর প্রতি অভিনন্দন

মোহাম্মদ মন্‌জুরুল আলম চৌধুরী | বৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৪৭ পূর্বাহ্ণ

স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম এবং প্রাচীন পত্রিকা দৈনিক আজাদী এখন ৬২ বছরে পদার্পণ করেছে। চট্টগ্রামের বহুল প্রচারিত পাঠকদের কাছে বিশ্বস্ত এবং সমাদৃত একটি আঞ্চলিক পত্রিকা হলেও দৈনিক আজাদী রাজধানী ঢাকা থেকে প্রকাশিত জাতীয় পত্রিকাগুলোর চেয়ে কোনো অংশেই কম নয়। চট্টগ্রামের বিবিধ আঞ্চলিক খবরা খবরের পাশাপাশি বেশ গুরুত্বের সঙ্গে দেশের জাতীয় খবর, আন্তর্জাতিক খবর, সাংস্কৃতিক-বিনোদন, খেলাধূলা সবকিছুই দৈনিক আজাদীতে প্রকাশিত হয়। সম্পাদকীয় এবং সমাজের বিশিষ্টজনদের লেখা উপ-সম্পাদকীয়সহ পত্রিকার বিভিন্ন বিভাগে দেশ ও জাতির কল্যাণে লেখা, মতামত পাঠকদের উপহার দিয়ে থাকে। সুখে দুখে ফেসবুকে কলামটির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত নানান শ্রেণীর নানান পেশার মানুষের মনোভাবও পত্রিকায় প্রকাশিত হচ্ছে প্রতিদিন। তবে পত্রিকার প্রচার প্রসার এবং মান অনুযায়ী এর অঙ্গসজ্জা আরও উন্নত করা উচিৎ মনে করি। বহুল প্রচারিত এবং পাঠক সমাদৃত দৈনিক আজাদীর প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি পত্রিকা প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি শুভ কামনা রইলো।

পূর্ববর্তী নিবন্ধআবার ফিরে আসি পত্র লেখায়
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের দর্পণ প্রিয় আজাদী