তোমারই সিক্ততায়, তোমারই মুগ্ধতায় কত সময় যে সাধন করেছি তা তুমি জান না। তোমাকে খুঁজতে, তোমাকে পেতে পথ চেয়ে থাকতাম, কবে তুমি আসবে। ভোরবেলায় তোমার পদধ্বনি পেলে ছুটে যেতাম। হকারের ডাক পড়ার সাথে লুপে নিতাম। এই নিয়ে বাবা মন খারাপ করে বকা দিতেন। বকা খেয়েছি, তোমাকে ছাড়েনি। এক নিঃশ্বাসে তোমার সাজানো শিরোনাম দেখেই স্বস্তি পেতাম। তোমার প্রাত্যহিক সংবাদ ও চোখ বুলিয়ে দিনের যাত্রায় এগিয়ে যেতাম। তোমার আগামীদের আসর হয়ে পাঁচ মিশালীর পথ বেয়ে আনন্দনে বিচরণ করেছি অনেক সময়। ফিচার লিখেছি, বিনোদনের পাতায় বিনোদনমুলক নিবন্ধন সাজিয়ে পাতা ভরিয়েছি, সাক্ষাৎকারমূলক তথ্য টেনে এনেছি। আহা সেকি মজা, সে কথা ভাষায় বুঝানো দুষ্কর। দৈনিক আজাদী তুমি সংবাদ সহ অনেক সুখপাঠ্য দিক দিয়েছ। তোমার সুখে দুখে ও হৃদয়জুড়ে এখনো চলে আমাদের কাব্য কথন। নানা সময়ে নানা বর্ণে তোমার বিচরণের নিমিত্তে নিজেকে খুঁজে নিই। তুমি অনন্য অসীম। আজ ৬৬তম জন্মক্ষণে জানাই তোমাকে শুভেচ্ছা ও সাধুবাদ। তুমি যুগের কাণ্ডারী হয়ে এগিয়ে যাও সন্তর্পণে।