দৈনিক আজাদী চট্টগ্রামের তথা বাংলাদেশের পুরানো একটি দৈনিক। আমরা জন্মের পর থেকেই দেখে আসছি আমার বাবা চাচারা সকালে একটি আজাদী কপির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতো। আমরা মোবাইল যুগের আগে সকাল থেকে হকার আসার অপেক্ষায় থাকতাম। এইভাবেই চট্টগ্রাম জুড়ে লক্ষ লক্ষ মানুষ সকালে অপেক্ষায় থাকে এক কপি আজাদীর জন্য। শত শত মানুষের আকাঙ্ক্ষা ও ভালোবাসায় সিক্ত হয়ে আজো এগিয়ে চলছে আমাদের প্রিয় আজাদী। এখনো মোবাইলে অনেক মিডিয়ায় খবর কিংবা নিউজ পেপারের অনলাইন ভার্সন দেখার পরও সকালে দৈনিক আজাদী দেখার তৃষ্ণা মেটাতে পারি না। সকালে এখনো ঘুম থেকে উঠেই আগে আজাদীতে চোখ বুলিয়ে নিই। আমার গ্রামের খবর, আমার ইউনিয়নের খবর, আমার থানার খবর, আমার জেলার খবর সব যখন চোখের সামনে ভেসে উঠে তখন হৃদয়ে আলাদা অনুভূতি কাজ করে, এটিই মনে হয় আজাদীর প্রতি হৃদ্যতা ও সখ্যতা। এই ভাবেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এগিয়ে যাবে আজাদী, শুভ জন্মদিন, ভালোবাসা সতত।