আমায় তুমি এক মুঠো রোদ দিতে পার? তোমায় শীতের ভোরে তপ্ত রোদের উষ্ণতা এনে দেব, আমায় তুমি এক চিলতে মেঘ দিতে পার? আমি বৃষ্টি ঝরিয়ে গ্রীষ্ম দিনের খরতাপ শুষে নেব। আমায় তুমি দেখাতে কি পার ক্ষণিক আলোর রেখা? আমি তোমার জগতের অমাবস্যা ঠেলে সরাতে পারি, আমায় একটু জল দিলেই হবে, আমি তোমার ঊষর মরু হৃদয় ফুলে ফসলে দেব ভরি। একটু স্বপ্ন কি আমায় দেখাতে পার তুমি? আমি তোমার সব বিনিদ্র রাত ভরবো স্বপ্ন নিয়ে, তোমার মনের কোনে একটু জায়গা দিও, আমি নিশ্চিন্ত হব আমার গোটা পৃথিবী তোমায় দিয়ে। আমায় আলতো করে একটুকু ছুঁয়ে দেখো, আমায় শুধু এতটুকু সুখ দিও, আমি মনের দামে তোমার জমানো যত দুঃখ কওনে নেব। আমায় চেয়ে একটু মুচকি হেসো, আমি হাসির প্লাবনে তোমায় ভাসাবো, তাড়াবো সকল ভয়, আমায় শুধু একটুখানি ভালোবেসো, আমি অসীম প্রেমের অজস্র রঙে রাঙাবো তোমার হৃদয়।