দেয়াং পাহাড় শাক্যমুনি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব

| বৃহস্পতিবার , ২৭ অক্টোবর, ২০২২ at ৫:৫৬ পূর্বাহ্ণ

কর্ণফুলীর দক্ষিণ শাহমীরপুর দেয়াং পাহাড় শাক্যমুনি বিহারে গতকাল বুধবার অনুষ্ঠিত হয় শুভ কঠিন চীবর দান। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ প্রিয়দর্শী মহাস্থবির, প্রধান অতিথি ছিলেন উনাইনপুরা লংঙ্কারাম বিহারের অধ্যক্ষ বোধিমিত্র মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন নাইনখাইন সন্তোষালয় বিহারের অধ্যক্ষ জিনপ্রিয় মহাস্থবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জে বি এস আনন্দবোধি থের, ধর্মদেশক ছিলেন শাকপুরা প্রজ্ঞাবংশ বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ শীলপ্রিয় থের, ত্রিশরণ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বোধিরত্ন থের, অনুষ্ঠান শুরুতে মঙ্গলাচরণ করেন ভদন্ত মৈত্রী বোধি ভিক্ষু, অনুষ্ঠানে উদ্বোধক ও সঞ্চালনায় ছিলেন দেয়াং পাহাড় শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জয়সেন ভিক্ষু, বিশেষ অতিথি ছিলেন নিপু কান্তি বড়ুয়া, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, প্রকৌশলী অভিজিৎ বড়ুয়া, দীপক বড়ুয়া, সংবর্ধিত অতিথি ছিলেন অজিত কুমার বড়ুয়া, স্বাগত বক্তব্য রাখেন ডা. রনধীন বড়ুয়া।
উপস্থিত ছিলেন ভদন্ত শীলপ্রিয় মহাথের, ভদন্ত বিনয়ানন্দ ভিক্ষু, ভদন্ত শীলপাল স্থবির, ভদন্ত এম প্রজ্ঞামিত্র থের, ভদন্ত করুণানন্দ থের, ভদন্ত আলোকমিত্র থের, ভদন্ত বুদ্ধসেবক স্থবির, অমরজিৎ বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্ড কমিশনারের সাথে বিজিএপিএমইএর মতবিনিময়
পরবর্তী নিবন্ধপাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান