চট্টগ্রামে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৩ এপ্রিল। পরবর্তীতে প্রতিদিন শনাক্ত না হলেও কয়েক দিন পরপর একজন-দুজন করে করোনা সংক্রমিত ধরা পড়ছিল। তবে এপ্রিলের শেষ দিক থেকে নিয়মিতভাবে প্রতিদিনই করোনা শনাক্ত হতে থাকে। ওই সময়ের পর বলতে গেলে করোনা পজিটিভ শূন্য থাকেনি চট্টগ্রাম। অন্তত একজন-দুজন করে হলেও শনাক্ত হয়ে আসছিল।
তবে সর্বশেষ গতকাল রোববার পরীক্ষাকৃত নমুনায় একজনেরও করোনা শনাক্ত হয়নি চট্টগ্রামে। চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। হিসেবে দেড় বছর পর করোনা পজিটিভ শূন্য চট্টগ্রাম।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ১৪টি ল্যাবের মধ্যে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে গতকাল। মোট ৭৯২টি নমুনা পরীক্ষায় একটিও পজিটিভ পাওয়া যায়নি। অর্থাৎ নমুনা পরীক্ষার শতভাগই করোনা নেগেটিভ। একই সাথে শেষ ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যুও হয়নি চট্টগ্রামে। এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া। অর্থাৎ পজিটিভ শূন্যের পাশাপাশি শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু শূন্য চট্টগ্রাম। দীর্ঘ দিন পর এটি অনেকটা স্বস্তির খবর বলে মনে করছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। যদিও এতে খুব বেশি তৃপ্ত হওয়ার সুযোগ নেই বলছেন তারা।