মোবাইল ছিনতাইয়ের দেড় ঘণ্টার মধ্যে মো. জুয়েল নামে এক ছিনতাইকারীকে আটক করেছে বন্দর থানা পুলিশ। একইসঙ্গে উদ্ধার করা হয় ছিনতাইকৃত মোবালইটিও। গত সোমবার রাতে ঘটনা ঘটে। বন্দর থানা সূত্রে জানা গেছে, রায়হান নামে এক যুবক বন্দরটিলা থেকে সিটি সার্ভিস বাসযোগে রওয়ানা দেন। বাসটি রাত ১০টা ৪০ মিনিটে সল্টগোলা ক্রসিং মোড়ের রেল লাইনের উপর পৌঁছুলে ছিনতাইকারী বাসের জানালা দিয়ে রায়হানের মোবাইলটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।












