সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় টাস্কফোর্সের অভিযানে দেড় কেজি হেরোইন উদ্ধার করেছে বিজিবি। গতকাল রোববার দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ভাটিয়ারী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসে বিজিবির দুটি প্রশিক্ষিত কুকুরের সাহায্যে অভিযান চালিয়ে আনুমানিক দেড় কোটি টাকার হেরোইন উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার সকালে ঢাকা থেকে হানিফ পরিবহন গাড়িটি ছেড়ে আসে। বিশেষ সূত্রে বিজিবি জানতে পারে চট্টগ্রাম শহরে হেরোইন আসছে। দুপুরের দিকে বিজিবি সদস্যরা ভাটিয়ারী এলাকায় সংকেত দিলে চালক গাড়িটি থামান। এ সময় বাসে তোলা হয় বিজিবির দুটি প্রশিক্ষিত কুকুর। কুকুর দুটি তল্লাশি করে দেখিয়ে দেয় মাদকের অবস্থান। কিন্তু সেটা কোন যাত্রীর ব্যাগ, তা বের করা যায়নি। এ সময় গাড়ির তিন যাত্রী, গাড়ির ড্রাইভার, সুপার ভাইজার ও হেলপারসহ ছয় জনকে আটক করা হয়। এর আগে গত দেড় মাসে পাঁচ কেজি হেরোইন উদ্ধার করেছিল বিজিবির এই দল। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
চট্টগ্রাম অঞ্চলের বিজিবি ৮–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, ঢাকা থেকে বাসটি চট্টগ্রামের উদ্দেশে ছাড়ার সময় তারা হেরোইনের চালানের খবর পান। তারা বিশেষ প্রশিক্ষিত কুকুরের মাধ্যমে যাত্রীর ব্যাগ থেকে হেরোইনগুলো উদ্ধার করেন। তবে জিজ্ঞাসাবাদের পরও গাড়িতে থাকা যাত্রীদের কেউ হেরোইনের বিষয়ে স্বীকার করেননি। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন, আমরা যৌথ অভিযানে প্রায় দেড় কেজি হেরোইন আটক করি। আমরা সন্দেহভাজন তিন যাত্রী, গাড়ির ড্রাইভার, সুপার ভাইজার ও হেলপারসহ ছয়জনকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেষে যদি সন্দেহ হয় তাহলে তাদেরকে গ্রেপ্তার দেখাব।