দেড় কোটি টাকার সরকারি ভূমি উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ১৪ জুন, ২০২১ at ১১:১৫ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে প্রায় দেড় কোটি টাকার সরকারি ভূমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার দুপুরে পশ্চিম গোমদন্ডী ফুলতল এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তারের নেতৃত্বে
অভিযান চালিয়ে এ সব ভূমি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে উপজেলার পশ্চিম গোমদন্ডী মৌজার বিএস ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৮১৩৯ দাগের ৯ শতক সরকারি ভূমি দীর্ঘদিন ধরে দখলে নেয় কতিপয় প্রভাবশালী। তারা এসব জমিতে দোকান নির্মাণ করে ভাড়া আদায়ের মাধ্যমে ভোগ দখল করে আসছিল। খবর পেয়ে গতকাল দোকানগুলো উচ্ছেদ করে এসব ভূমি উদ্ধার করে উপজেলা প্রশাসন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি ভূমি অন্যায়ভাবে কেউ দখল করতে পারেনা। এ অভিযান অব্যাহত থাকবে বলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধআইইবি চট্টগ্রাম কেন্দ্রের ঈদ পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধচসিক মেয়রের কাছে ‘ইয়ুথ ডিমান্ড চার্টার’ হস্তান্তর