মুক্তিযুদ্ধের বিজয়, বীর বাঙালির অহংকার এ স্লোগানকে সামনে রেখে বাঁশখালী বাণীগ্রাম মুক্তিযুদ্ধের বিজয় মেলার ৬ষ্ঠ দিনের আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠান ডা. আবু ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি, প্রধান বক্তা ছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, বিজয় মেলা পরিষদের সভাপতি মো. খোরশেদ আলম, এডভোকেট কামরুনন নাহার চৌধুরী, অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, অ্যাড আনম শাহাদত আলম, অধ্যাপক তাজুল ইসলাম, আহসান উল্লাহ চৌধুরী, জিল্লুল করিম শরীফি, নুরুল ইসলাম, নুরুল কবির, নুরুল আমিন, নজরুল ইসলাম মোস্তাফিজ,আমির হোসেন বাবুল, কে এম সালাহ উদ্দিন কামাল, শেখ মহিউদ্দিন,আসিফ ইকবাল,আবুল কালাম, প্রেমানন্দ চৌধুরী, মোহাম্মদ দেলোয়ার হোসেন,আনম ফরহাদুল ইসলাম, তৌহিদুল হক প্রমুখ। সভায় বক্তারা বলেন, দেশ আজ আধুনিক প্রযুক্তি নির্ভর হওয়ায় মানুষের কর্মদক্ষতা বৃদ্ধি পেয়েছে। শেষে বাউল শিল্পী ফকির সাহাব উদ্দিন ও তার দল এবং বাঁশখালীর সঙ্গীত শিল্পী প্রনব সিকদার, পঞ্চানন দে, জুয়েল দেবদাশ, সনজিত সিকদার প্রমুখ শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।












