দেশ গঠনে চবিয়ানদের ভূমিকা দেশবাসীকে আশান্বিত করেছে

কক্সবাজারে সমমনা চবিয়ানদের মিলনমেলায় আযাদ

| বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৫৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, শিক্ষাগবেষণা ও দেশ গঠনে চবিয়ানদের ভূমিকা দেশবাসীকে আশান্বিত করেছে। দেশ ও জনগণের প্রতি চবিয়ানদের কমিটমেন্ট প্রশংসার দাবিদার। এই অঞ্চলে শিক্ষা, সাহিত্যসংস্কৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অগ্রগণ্য। পুরো চট্টগ্রাম অঞ্চলকে আলোকিত করেছে আমাদের গৌরবময় বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তিনি এই বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের দেশ গঠনে আরো ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক চবি শিক্ষার্থী মুহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, আমরা সার্টিফিকেট নিয়ে শিক্ষিত হিসেবে একটি সংখ্যা হতে চাই না। দেশ ও জাতির স্বার্থে আমরা চবিয়ানরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছি।

গত ২১ সেপ্টেম্বর কঙবাজারের একটি হোটেলে সমমনা চবিয়ান মিলনমেলায় সভাপতিত্ব করেন অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোসাইন, অধ্যাপক শহীদুল ইসলাম ও অধ্যাপক ফরিদুল আলমের সঞ্চালনায় মিলনমেলায় স্মৃতিচারণ করেন, কঙবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, অধ্যাপক ড. মমতাজ উদ্দিন কাদেরী, প্রফেসর গিয়াস উদ্দিন, অধ্যাপক হাসমত আলী, ব্যাংকার জাফর আলম, গিয়াসউদ্দীন কাদেরী, সৈয়দুল হক সিকদার, গোলাম কবির, সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও ককসু ভিপি শহিদুল আলম বাহাদুর, পারভেজ আহমেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে শিশুদের মাঝে ছাত্র শিবিরের শিক্ষাসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধমেঘনা পেট্রোলিয়াম কর্মকর্তা কল্যাণ সমিতি কার্যকরী পরিষদের অভিষেক