বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার ৪নং প্রশাসনিক ওয়ার্ডের উদ্যোগে গতকাল শুক্রবার এক কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। স্থানীয় মিলনায়তনে আয়োজিত উক্ত শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও নগর জামায়াতের নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ। ওয়ার্ড আমীর মো. ওমর গনির সভাপতিত্বে ও প্রসাশনিক ওয়ার্ড সেক্রেটারি ও সহকারী সেক্রেটারি যথাক্রমে হাফেজ আব্দুল আজিজ শোয়াইব ও আব্দুল কাদের পাটোয়ারীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও নগর নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চান্দগাঁও থানার আমীর মুহাম্মদ ইসমাইল, নায়েবে আমীর অধ্যাপক জসিম উদ্দিন। এসময় নেতৃবৃন্দ বলেন, আগামীতে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জামায়াত কর্মীদের সুশৃঙ্খল ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে আল্লাহর রাসুল (সা.) ও তার সাহাবীরা আমাদের জন্য অনুকরণীয় আদর্শ। সমাজসেবার মাধ্যমে গণ মানুষকে ইসলামের আদর্শিক দাওয়াত পৌঁছিয়ে দিতে হবে। নিজের জীবনকে সুশৃঙ্খল করতে হলে বাইয়াতের কোন বিকল্প নেই।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ডের শূরা ও কর্মপরিষদ সদস্য রকিবুল হাকিম, আব্দুল আহাদ, নুরুল আবছার, রইসুর রহমান চৌধুরী তিতু, আনোয়ার হোসাইন নুরী, মাওলানা জালাল আহমদ। প্রেস বিজ্ঞপ্তি।